ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন আজ

আল আমিন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮

আল আমিন
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রবিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল বলেন, প্রধানমন্ত্রীর আগমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত। তার জনসভাকে সফল করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: