
বিদেশবার্তা ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চাকা ফেটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অচল হয়ে পড়ে। এ ঘটনায় ওই বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়। তবে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।
হাফিজ উদ্দিন জানান, বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ১০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে যাওয়ার কিছুক্ষণ পর সেটির চাকা ফেটে যায়। এরপর সঙ্গে সঙ্গে বিমানটি ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে সরানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: