ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক মধুর : পররাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০৪:৫৭

আল আমিন
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০৪:৫৭

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক মধুর। সুখে-দুঃখে তারা আমাদের পাশে আছে। সিঙ্গেল দেশ হিসেবে আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে এক নাম্বারে যুক্তরাষ্ট্র।

বুধবার বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া। এর জন্য দুই দেশের মধ্যে আরও আলোচনার দরকার হবে।

ড. মোমেন বলেন, গত ১০ ডিসেম্বরের পরে মার্কিন প্রতিনিধি যার সঙ্গেই আলাপ হয়েছে, র‌্যাব ইস্যুটা এসেছে। সম্প্রতি মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে এটা নিয়ে আলাপ হয়েছে। গত তিন মাসে র‌্যাবের কারণে কোনো মৃত্যু হয়নি। আমরা উনাদের বলেছি, আমরা রিমেডিয়াল মেজারস যা যা নেয়ার নিচ্ছি। কোথাও কোনো অঘটন ঘটলে তার একটা আইনি প্রক্রিয়া আছে। রিমেডিয়াল মেজারস যেন কার্যকর হয় তার ওপর জোর দিচ্ছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বর্তমান পুলিশ প্রধান ও র‍্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ বাহিনীর ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

বিধেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: