ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকার-সিইসি বৈঠক মঙ্গলবার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ০৪:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ০৪:০৩

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

মো. জাহাঙ্গীর আলম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে সংসদ সচিবালয় থেকে আমাদের সময় জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে। এর আগে, রবিবার (২২ জানুয়ারি) সাক্ষাতের জন্য স্পিকারের সময় চেয়ে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন সচিবালয়।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রবিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।



আপনার মূল্যবান মতামত দিন: