ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সড়ক অবরোধ প্রত্যাহার করল শিক্ষার্থীরা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ০৩:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ০৩:৫৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটানায় বিমানবন্দর সড়ক অবরোধের ১ ঘণ্টা পর তা প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সোমবার রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা এলাকা অবরোধ করেন তারা। সোয়া ১২টার দিকে বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় অবরোধ করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কয়েকশ’ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে নাদিয়া হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে পড়েছিল।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু শিক্ষার্থী অনুরোধ প্রত্যাহার করে অবরোধ চালিয়ে যান। এসময় তারা চারদফা দাবি জানান।

শিক্ষার্থীদের চারদফা দাবি হলো- ১. ভিক্টর ক্লাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে। ২. কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে। ৩. চালক ও হেলপারের গ্রেপ্তারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে। ৪. নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। বেলা সোয়া একটার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

এ ঘটনায় সোমবার সকালে বাড্ডার আনন্দনগর থেকে ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাসচালকের নাম লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের



আপনার মূল্যবান মতামত দিন: