ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ ২০:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ ২০:০৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

রবিবার (২২ জানুয়ারি) ইজতেমার শেষ দিনে আজ মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতের আগে করবেন হেদায়েতি বয়ান। বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে।

মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে এরইমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অনেক মুসল্লি বাইরে পলিথিন সিট ও কাপড়ের সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়েছেন। এদিকে, বিশ্ব ইজতেমা উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন ছেড়েছে ভোর পাঁচটা, পাঁচটা পঁয়ত্রিশ, ছয়টা, সাড়ে ছয়টা এবং সাতটায়।



আপনার মূল্যবান মতামত দিন: