ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত, আইসোলেশনে চীনা নাগরিক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০২:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০২:৪৫

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ৪ চীনা নাগরিকের মধ্যে একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ শনাক্ত হয়েছে। ওই চারজনের শরীরেই করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছিল গত ২৬ ডিসেম্বর। তবে তাদের মধ্যে একজনের শরীরে বিএফ-৭ শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই বর্তমানে আইসোলেশনে আছেন।

রবিবার (১ জানুয়ারি) আইইডিসিআরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর চীনের কুনমিং থেকে ছেড়ে আসা চায়না ইস্টার্ন এয়ারলাইনসের এমইউ ২০৩৫ নম্বর ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন ১০৫ জন যাত্রী। তাদের মধ্যে ২০ জন ছিলেন চীনা নাগরিক। ওই দিন কয়েকজেনর কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। পরে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করলে ৪ জনের করোনা শনাক্ত হয়। তবে তাদের মধ্যে কেউ নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা সেটিই পরীক্ষা করা হচ্ছিল। রোববার ৪ জনের মধ্যে একজনের শরীরে নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে আইইডিসিআর।

এর আগে গত ২৫ ডিসেম্বর জরুরি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতর জানায়, চীনে সম্প্রতি ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। যা আগের উপধরন বিএফ-৫ এর তুলনায় চার গুণ বেশি সংক্রামক। এই ভ্যারিয়েন্টে চীনেই প্রায় ২৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। ভারতেও এটির বিস্তার ঘটছে। এমতাবস্থায় দেশের প্রতিটি প্রবেশপথে সতর্কতা জারি করেছে সরকার। চালু হয়েছে বিদেশি নাগরিকদের হেলথ স্ক্রিনিং।



আপনার মূল্যবান মতামত দিন: