ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদিতে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২ ০৫:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২ ০৫:২৪

ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মোহাম্মদ জাহেদ(৩০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত মোহাম্মদ জাহেদচট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন বাবুনগর গ্রামের আদর্শবাড়ির মৃত আমির হোসেনের প্রথম সন্তান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

তথ্য সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ডিউটি শেষ করে মালিকের দেয়া রুমে ঘুমাতে যান । সকালে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও মোহাম্মদ জাহেদ দোকানে না যাওয়ায় লোক মারফত তার রুমে খুঁজতে গেলে, দেখতে পাওয়া যায় জাহেদের নিথর মৃত দেহ বিছানায় পড়ে রয়েছে।

পরবর্তীতে হোটেল মালিক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সহকর্মী জানান,মৃত্যুর খবর পেয়ে সেখানে যাই এবং দেখি লাশ পড়ে আছে বিছনায়।মনে হচ্ছে ঘুমের মধ্যে স্ট্রোক করেছিল।পরিবার সিদ্ধান্ত অনুযায়ী লাশ দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

৬মাস আগে পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে সৌদি আরব পাড়ি জমান মোহাম্মদ জাহেদ।

এদিকে জাহেদের মৃত্যু সংবাদে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে,জাহেদের মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও তার বন্ধু মহল।জাহেদের মৃত্যুতে পরিবারটি জুড়ে চলছে শোকের মাতম।

 



আপনার মূল্যবান মতামত দিন: