ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রংপুর সিটিতে ভোট মঙ্গলবার, আজ কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২ ২২:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২ ২২:১৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট মঙ্গলবার (২৭ ডিসেম্বর)। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। নিয়মানুযায়ী ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ রবিবার রাত ৮টায় সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ভোটের সরঞ্জাম। প্রিজাইডিং অফিসারের হাতে এসব উপকরণ তুলে দেবেন, রিটার্নিং কর্মকর্তা। সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমএ।

ইসি থেকে বলা হচ্ছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, তৃতীয়বারের মতো রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সদ্য বিদায়ী মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাসহ মেয়র পদে ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার রসিক নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ২৭ ডিসেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন: