ঢাকা | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩১ সাঁতারু

আল আমিন | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৭:১৪

আল আমিন
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৭:১৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১ জন সাঁতারু। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীরদ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে এই সাঁতার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের সময় সাঁতার শুরু হয়। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হবে সেন্টমার্টিনদ্বীপে । এবারের সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। ১৭তম বাংলা চ্যানেল সাঁতার-২০২২’অনুষ্ঠিত হবে।


এবারের বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার।
এখন পর্যন্ত ১৮বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন তিনি।

লিপটন সরকার জানান, বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। এবার একজন নারীসহ ৩১ জন সাঁতারু অংশ নিচ্ছেন। এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে।


এবারের সাঁতারুরা হলেন- লিপটন সরকার, মো.মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শেখ মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম রাসেল ,আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম,মোঃ জিহাদ হুসেন, সালাহ উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ শোহেল রানা, শৌভিক বড়ুয়া, উজ্জল চৌধুরী, মোঃ সাকিব মাহমুদ নাইম খান, মোঃ বদর উদ্দিন, মোঃ ফারুক হোসেন, এস এম শারিয়ার মাহমুদ, মোঃ আবু রাশেদ, মোঃ গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এসকে রায়হান আরাফাত আকাশ, মোছাঃ রেজিনা পারভিন, মোঃ তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ, মোঃ জামিল হোসেন, মোঃ নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: