ঢাকা | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ছাদ কৃষিতে পুরস্কার দেবে ডিএনসিসি

আল আমিন | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০৭:৫৫

আল আমিন
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০৭:৫৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড়ির ছাদে কৃষি কাজে আগ্রহ বাড়াতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আগামী ফেব্রুয়ারিতে মেলার আয়োজন করে এই পুরস্কার দেওয়া হবে। তবে কী পুরস্কার দেওয়া হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।

বুধবার ডিএনসিসি নগর ভবনে ছাদ কৃষি বিষয়ক এক কর্মশালায় মেয়র আতিকুল ইসলাম ছাদ কৃষি উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দেন।

ঢাকায় ছাদে কৃষিকাজে সচেতনতা বাড়াতে ডিএনসিসির সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে।

মেয়র আতিক অনুষ্ঠানে বলেন, “ছাদ কৃষির ফল ও সবজি নিয়ে আগামী ফেব্রুয়ারিতে একটি মেলার আয়োজন হবে। সঠিক নিয়ম মেনে যারা ছাদে কৃষিকাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে।”

এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি ফেলে রাখা না হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে প্রতিটি জায়গায় চাষাবাদ কর‍তে হবে।

“ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। এ কারণে বাড়ির ছাদ কৃষিকাজের বড় ক্ষেত্র হতে পারে। আমরা ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চাই।”

কর্মশালায় চ্যানেল আইর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “তরুণদেরও ছাদ কৃষি এবং চাষাবাদ সম্পর্কে শিক্ষা দিতে হবে। তাদেরকে সচেতন করতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: