ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০০:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০০:৪১

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় তিনি প্রবেশ করেন। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

বের হওয়ার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ হন। পরিবারের দাবি, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: