ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে করোনায় ৫ জনের মৃত্যু 

আল আমিন | প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৮:৪৪

আল আমিন
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৮:৪৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬৮ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: