ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বঙ্গোপসাগর থেকে ৬ রোহিঙ্গাসহ ১৫ জেলে আটক

আল আমিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩১

আল আমিন
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারসহ ৬ রোহিঙ্গা নাগরিক ও ৯ বাংলাদেশি জেলেসহ আটক করেছে নৌবাহিনী। সোমবার দুপুরে আটককৃতদের মোংলায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

আটককৃতরা হলেন- টেকনাফ ও উখিয়া ক্যাম্পে থাকা ৬ রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক জাহিদ আলম (৩৫), মো. জুবায়ের (৩০), মো. কামরুল হোসেন (২৩), মো. ইয়াছির (২৫), নুর আলম (৪০), আলী জোহার (২৮। বাংলাদেশী ৯ জেলেরা হচ্ছেন, শাহ আলম মিস্ত্রি (৫০), মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), নুর হোসেন (৩৭), জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) ও মনির হোসেন (৪৭)। বাংলাদেশী এসব জেলেদের বাড়ী ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায়।

মোংলার দিগরাজ ঘাঁটির নৌবাহিনীর গোয়েন্দা সূত্র জানায়, মোংলা বন্দরের ফেয়ারওয়েবয়া এলাকা থেকে ৩১ নটিক্যাল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত জলসীমার কাছাকাছি এলাকায় এফবি মা-বাবার দোয়া নামে একটি ট্রলার থেকে ছয় রোহিঙ্গা ও নয় জেলেকে আটক করা হয়। গতকাল রোববার রাত ৩টার দিকে ছয়টি ট্রলার বাংলাদেশ জলসীমা অতিক্রম করে ভারতের জলসামীর দিকে যাচ্ছিল। তখন বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা গোমতি ওই ট্রলারগুলোর গতিরোধ করার চেষ্টা করলে ট্রলারগুলো দ্রুতগতিতে ছুটতে থাকে। তখন তাদের গতিরোধের উদ্দেশ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া নৌবাহিনী। এ সময় পাঁচটি ট্রলার এদিক-ওদিক চলে গেলেও মা-বাবার দোয়া নামক এ ট্রলারটি ভোর ৬টার দিকে আটক করা হয়। পরে ওই ট্রলারটিতে ছয় রোহিঙ্গাকে পাওয়া যায়। তারা ট্রলারটিতে মাছ ধরার জন্য অবৈধভাবে অবস্থান করছিল।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে রবিবার সন্ধ্যায় একটি ফিশিং ট্রলারের জেলেরা অবৈধ ভাবে মাছ শিকার করছিল। এসময়ে বঙ্গোপসাগরে অবস্থান করা নৌবাহিনীর জাহাজ বিএনএস গোমতি’র নৌসেনারা ফিশিং ট্রলারসহ তাদের আটক করে। এসময়ে ফিশিং ট্রলারটি থেকে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া ক্যাম্পে থাকা ৬ রোহিঙ্গা নাগরিক ও ৯ বাংলাদেশী জেলেসহ আটক করে নৌবাহিনীর সদস্যরা। আটক এসব জেলেদের বঙ্গোপসাগর থেকে এনে ফিশিং ট্রলারসহ সোমবার দুপুরে মোংলায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: