ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১১ অক্টোবর থেকে ইউনিয়ন পর্যায়ে শিশুদের করোনার টিকা দেয়া হবে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সচিব জানান, সব মিলিয়ে দেশে ২ কোটি ২৬ লাখ ৩৮,৭৩৭ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু করব।

এতে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের কাছে টিকা পৌঁছে যাবে। এর মাধ্যমে টিকা না পাওয়া বাকি শিশুরা আমাদের কাভারেজে চলে আসবে।

এসময় তিনি বলেন, অনেক দেশে এখনও বাচ্চাদের টিকাদান শুরুই করেনি। প্রথম থেকেই টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করে রেখেছিলাম, আমরা অনুমোদন পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করে দিয়েছি।

আগে থেকেই আমরা টিকার সোর্স নিশ্চিত করে রেখেছি।



আপনার মূল্যবান মতামত দিন: