ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কটিয়াদী থেকে নতুন ইঞ্জিনে ছেড়ে গেল ট্রেন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ২১:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ২১:১৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ থেকে : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিকল হয়ে পড়া আন্তঃনগর এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি সোয়া তিন ঘণ্টা পর নতুন ইঞ্জিনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টায় ট্রেনটি গচিহাটা স্টেশন ছেড়ে যায়।

কিশোরগঞ্জ রেলওেয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, আখাউড়া থেকে নতুন ইঞ্জিন এসে ট্রেনটিকে প্রথমে আউটার সিগন্যাল থেকে গচিহাটা স্টেশনে নিয়ে আসে। পরে নতুন ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি ছেড়ে যায়।

উল্লেখ্য, আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় গিয়ে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় পৌছানোর আগে হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসে।



আপনার মূল্যবান মতামত দিন: