ঢাকা | সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

সেলিম সোহেল | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ১৪:০৮

সেলিম সোহেল
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ১৪:০৮

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি। জামিন পেয়ে জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, ‘জামিন পেয়েছি তবে মুখ ও বিবেক বন্ধ হবে না।’

আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী মোহাম্মদ হোসেনসহ আরও কয়েকজন।

রোববার (২০ অক্টোবর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আগাম জামিন আবেদন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) খিলগাঁও থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনকে আসামি করা হয়েছে। জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন বাদী মো. বাকেরের ছেলে মো. আহাদুল ইসলাম। এসময় পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ ককটেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটান এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য হত্যার উদ্দেশ্যে এ গুলি চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। সেখানে আহাদুল ইসলাম বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। সন্ত্রাসীরা তাকে পরে আরও লাঠিপেটা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: