ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকা উত্তর সিটি সাবেক মেয়র আতিক কারাগারে

সেলিম সোহেল | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ১১:১৫

সেলিম সোহেল
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ১১:১৫

ঢাকা উত্তর সিটি সাবেক মেয়র আতিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকাল সাড়ে ৮টার দিকে রতাকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

আতিকুল ইসলামের পক্ষে মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: