ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য হাইকোর্টে ক্ষমা চাইলেন নুর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।

এর আগে, গত বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় গণমাধ্যমে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুর।

সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ জানুয়ারি নুরকে তলব করে আদালত। আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়।

১৭ জানুয়ারি আদালতের কাছে সময় চান তিনি। পরে, আজকে নির্ধারিত দিনে তিনি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান।



আপনার মূল্যবান মতামত দিন: