ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

সেলিম সোহেল | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১০:১৬

সেলিম সোহেল
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১০:১৬

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালতে জামিন শুনানি হবে।

মির্জা ফখরুলের জামিনের আশা করছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এদিকে জামিনের বিরোধীতা করবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল। 

গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

দীন মেজবাহ। এদিকে জামিনের বিরোধীতা করবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল। 



আপনার মূল্যবান মতামত দিন: