ঢাকা | সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ০৯:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ০৯:৩৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী (২৮)।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৮টায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিশুবক্তার বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, তেজগাঁও এবং মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতোয়ালি থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। পরবর্তীতে এসব মামলায় জামিন দেয়া হলে তাকে মুক্তি দেয়া হয়।

রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই আমিনুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে আমরা তাকে নিতে কারাগারে আসি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশে রওনা হই।



আপনার মূল্যবান মতামত দিন: