ঢাকা | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সন্তানসহ ‘পালানোর চেষ্টা’: জাপানি মায়ের বিরুদ্ধে মামলা

আল আমিন | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ১৮:৫০

আল আমিন
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ১৮:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় জাপানি নারী নাকানো এরিকোকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় পুলিশ। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে সন্তানদের নিয়ে বাংলাদেশ থেকে ‘পালিয়ে যাওয়ার’ চেষ্টার ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাকানো এরিকোর সাবেক স্বামী ও ওই দুই সন্তানের বাবা ইমরান শরিফ এই মামলা করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাতে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এরিকো নাকানো। আদালতের নির্দেশনা অমান্য করে সন্তানদের নিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে বিমানবন্দর থেকে পুলিশ ফিরিয়ে দেয়।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: