ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তেলের সিন্ডিকেট ভাঙতে বললেন হাইকোর্ট

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০০:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০০:২২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের দাম বাড়ছে লাগামহীন। এতে করে করোনা দুর্যোগের এই সময় ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যারা মজুত করে রাখছে, তাদের সিন্ডিকেট ভেঙে দিতে বলেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে রবিবার (১৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দায়ের করা রিটের শুনানির জন্য সোমবার (১৪ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন তিন রিটকারী অ্যাডভোকেট মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।

এর আগে, রবিবার (৬ মার্চ) সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে ৩ আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: