ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাড্ডায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

সেলিম সোহেল | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪ ১২:৪৪

সেলিম সোহেল
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪ ১২:৪৪

বাড্ডায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ,  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন।

এদিকে, ব্যস্ততম রাস্তা অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

অবরোধ স্থানে এসে ওয়ারি জোনের এডিসি মাসুদুর রহমান মনির শিক্ষার্থীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করেন।

আন্দোলনে আসা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মাহতাব বলেন, অধিকার আদায়ের জন্য এসেছি। আর আমার ভাই-বোনের ওপর হামলার প্রতিবাদ জানাতে এসেছি।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের পাশেই পুলিশ অবস্থান করছে।

এদিকে, রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: