ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়লো ১৬ দিন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ০৭:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ০৭:৫২

প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি কম থাকায় শিক্ষকদের মাঝে অসন্তোষ ছিল। এর প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ছুটি বাড়িয়ে রবিবার (৩১ ডিসেম্বর) নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে।

এর আগে, গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার পরিপ্রেক্ষিতে ছুটি বাড়ানো হলো।

আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাতদিন থেকে বাড়িয়ে ১৪দিন, দুর্গাপূজার ছুটি পাঁচদিনের জায়গায় সাতদিন করা হয়েছে। এছাড়া, শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।



আপনার মূল্যবান মতামত দিন: