ঢাকা | শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনা বদ্ধ পরিকর : শিক্ষামন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৮

আল আমিন
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো দেশ কি ভিসা নীতি আরোপ করলো তার উপর আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

মঙ্গলবার বিকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন পূর্বে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।  

শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধ পরিকর। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমাদের প্রত্যাশা।

পরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি।  

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।  

অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: