ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ১৬:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ১৬:২৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : চলতি জুলাই মাসে ঢাকাসহ প্রায় সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে।

সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রবিবার (৯ জুলাই) খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় ডেঙ্গুভীতি নিয়েই ক্লাসে যাবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকবে কোমলমতি শিশুরা।

সরকারি তরফ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি নিয়ে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। ছুটির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে। খোলার আগে ঝেড়ে-মুছে পরিষ্কার করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করার ব্যাপারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা রাখছি শনিবারের মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্লাস উপযোগী করে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রস্তুত করবেন দায়িত্বশীলরা।



আপনার মূল্যবান মতামত দিন: