ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১০ দফা দাবিতে উত্তাল কবি নজরুল সরকারি কলেজ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ মে ২০২৩ ০০:০৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ মে ২০২৩ ০০:০৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করেছে।

মঙ্গলবার (১৬মে) সকাল ১১টার দিকে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে ক্যাম্পাস গেইটের সামনে ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে। এতে করে সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘসময় অতিবাহিত হবার পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয় এবং যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

শিক্ষার্থীদের দাবি গুলো হলো-
১. বন্ধ হওয়া দুটি বাস পুনরায় চালু করতে হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নূন্যতম ৫ টা বাস দিতে হবে। ২. ঝুঁকিপূর্ণ ভবন শীঘ্রই সংস্কার করতে হবে অন্যথায় ঝুঁকিপূর্ণ এই ভবনে শিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে।
৩. শিক্ষার্থীদের থাকার জন্য আবাসন সুবিধা ( হল) নিশ্চিত করতে হবে।
৪. শ্রেণীকক্ষ সংকট নিরসন করতে হবে।
৫. কলেজের শৌচাগার গুলো ব্যবহার উপযোগী করতে হবে।
৬. শ্রেণীকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম করতে হবে।
৭. শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসন/ শিক্ষকদের সুন্দর আচারন করতে হবে। এছাড়া আন্দোলন করলে শিক্ষার্থীর ক্লাস পরীক্ষায় দেখে নেওয়ার হুমকি দেওয়া বন্ধ করতে হবে।
৯. কলেজের মাঠ ব্যবহারের উপযোগী করতে হবে।
১০. চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত মেডিসিন ও চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: