
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম পরিচয় জানা যায়নি। তবে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বমাইলস্থ কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানা পুলিশের এসআই (তদন্ত কর্মকর্তা) নূর আলম বলেন, জাহাঙ্গীরনগর এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছি। গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম করে বিস্তারিত বলা যাবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: