ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বঙ্গবাজারে উদ্ধার কাজে যোগ দিয়েছে সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি ও রোভার স্কাউটস

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ২২:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩ ২২:৩১

ছবি : সংগৃহীত

সোহরাওয়ার্দী কলেজ : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুণ নিয়ন্ত্রণে উদ্ধার কাজে ফায়ার সা‌র্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি ও রোভার স্কাউটসের সদস্যরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুণ লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক, সা‌থে যুক্ত হয় সোহরাওয়ার্দী ক‌লেজ বিএনসি‌সি ও রোভার স্কাউটস।

আগুণ লাগার পর সকাল ৯.৩০ এর দিকে খবর পেয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার মো মঈনুল ইসলাম স্যারের নির্দেশে এক দল চৌকস ক্যাডেট উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।

ক্যাডেট আন্ডার অফিসার শিহাব আহাম্মদ আলভী এর নেতৃত্বে ও ক্যাডেট কর্পোরাল মনিরের পরিচালনায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের ৭ জন ক্যাডেট উক্ত উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধার অভিযানটিতে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সম্মিলিতভাবে সরাসরি আগুণ নিয়ন্ত্রন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করে।

ক্যাডেট আন্ডার অফিসার শিহাব আহাম্মদ আলভী ব‌লেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থে‌কে ঘটনা স্থানে রোভার স্কাউটস সদস্যরা সকাল ৮:১০ টায় উপস্থিত হয় রোভার স্কাউটস গ্রুপ থেকে ৫ জন ছিলাম। এর মধ্যে সিনিয়র রোভার মেট ( SRM) মৃদু চন্দ্র বমর্ন সহ কারি রোভার মেট (ARM) ননী গোপাল সাহা সহ আর রোভার সদস্য এবং বি এন সি সি সঙ্গে নিয়ে যৌথ ভাবে কাজ করি।

তিনি আরো জানান, আমাদের কাজ গুলো ফায়ার সার্ভিসের সাথে পানি দেওয়া, রুম থেকে মানুষ উদ্ধার করা, মালামাল বের করতে সাহায্যে করা, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া ও সাহায্য করা‌।



আপনার মূল্যবান মতামত দিন: