ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চবিতে ১৬ মে ভর্তি পরীক্ষা শুরু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৬

ছবি : সংগৃহীত

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে। চলবে ২৫ মে পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করে রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ মে ২০২৩ তারিখ থেকে ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো। ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ মে নির্ধারণ করা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে এক সমন্বিত সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষা তারিখ জানিয়ে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: