ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এসএসসিতে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি

আল আমিন | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০১:২৭

আল আমিন
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০১:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

এবার এসএসসিতে গড় পাশের পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: