ঢাকা | সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিতুমীর কলেজের ছাত্রের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৬:৫৬

আল আমিন
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৬:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইউসুফ রেজা রফিক (২৪)। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

কুমিল্লা জেলার দাউদকান্দিতে একটি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাসায় ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন বলে জানা গেছে।

ইউসুফ রেজা রফিকের চাচা আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেন, আমার ভাতিজা দাউদকান্দিতে একটি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান না ফিরলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। সে তিতুমীর কলেজের অনার্স তৃতীয়বর্ষের ছাত্র ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কুমিল্লা থেকে অচেতন অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা জানিয়েছেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন ওই ছাত্র। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: