ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জবি ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির অভাব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২২ ২২:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২২ ২২:৩২

ছবি: সংগৃহীত

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস জুড়ে প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। শিক্ষার্থীর তুলনায় বিশুদ্ধ খাবার পানির সরবরাহ কম জবিতে। ক্যাম্পাসের পুরো এরিয়া জুড়ে ক্যাফেটেরিয়াতে দুটো ও কেন্দ্রীয় মসজিদে একটি বিশুদ্ধ খাবার পানির ফিল্টার পাওয়া যায়। এগুলো ছাড়া বিশ্ববিদ্যালয়ের আর কোথাও নেই খাবার পানির ব্যাবস্থা।

বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে পড়তে আসা ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা খাবার পানি খেতে পারিনা। পানি নেওয়ার জন্য দীর্ঘ সিরিয়াল দিতে হয়। তারা আরো অভিযোগ করে বলেন আমাদের একটি মাত্র ক্যাফেটেরিয়া সেখানে এমনিতেই সবসময় প্রচুর ভিড় থাকে তাছাড়া কিছু কিছু সময় ক্যাফেটেরিয়া বন্ধ ও থাকে আর মসজিদের একটা মাত্র ফিল্টারে পানি নেওয়ার সময় লাইনে দাড়াতে হয় এবং চরম ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারীকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে কিছুদিনের ভিতর আমাদের মসজিদের ২য় তলার কাজ শুরু হবে তখন মসজিদের ওখানে আরো কিছু ফিল্টার বসানো হবে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক আইনুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশুদ্ধ খাবার পানি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতোমধ্যে অবকাশ ভবনে দুইটি ফিল্টার দেওয়ার সিন্ধান্ত নিয়েছি এবং ক্যাম্পাসের অনান্য জায়গায় ও বিশুদ্ধ খাবার পানির ব্যাবস্থা করার পরিকল্পনা রয়েছে।সাথে সাথে দ্রুত এ বিষয়ের সমাধান হবে বলেও তিনি আশস্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: