ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রেকর্ড গড়লো স্বর্ণের দাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ০৭:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ০৭:৪৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড গড়েছে। ভালোমানের স্বর্ণের দাম গ্রামপ্রতি ৯,৫২০ টাকা থেকে বাড়িয়ে ৯,৬৪০ টাকা ঘোষণা করা হয়েছে। ফলে গ্রামপ্রতি ১২০ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। 

বর্তমানে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১,১২,৪৪১ টাকা। যার আগের দাম ছিল ১,১১,০৪২ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৩৯৯ টাকা।

বুধবার (১৭ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,১২,৪৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,০৭,৩০৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯২,০২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৬,৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক ভরি স্বর্ণের দাম ১,১১,০৪২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,০৬,০২৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০,৮৬৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫,৭০০ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১,৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১,৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: