ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রবিবার থেকে পেট্রোল পাম্পে বন্ধ থাকবে তেল সরবরাহ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : জ্বালানী তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখবে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

শনিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন। তিনি বলেন, 'রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে।'

এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি।

এরপর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতি মিটিং হলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ফলে ঘোষণা বাস্তবায়নের পথেই হাঁটছে মালিক সমিতি।

মালিক সমিতির তিন দফা দাবি হলো-

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।

২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।

৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। (খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: