ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জুলাই থেকে টিসিবি পণ্যে যুক্ত হবে চাল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ১৯:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ১৯:৫৭

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমাসে এক কোটি দরিদ্র পরিবারকে কমদামে তেল, ডাল ও চিনি দেওয়া হচ্ছে। আশা করি, ঈদের আগেই সবাইকে এ মাসের পণ্য দিতে পারব। আগামী মাস থেকে এর সঙ্গে ৫ কেজি চালও যুক্ত হবে।’

মঙ্গলবার (১৩ জুন) তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। অর্থাৎ তারা ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকায় তেল কিনতে পারবে। বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে আমরা দাম কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরও কমে তবে তার সঙ্গে সমন্বয়ে রেখে আমরা দাম কমাব। যতদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এটি চালিয়ে যাব।



আপনার মূল্যবান মতামত দিন: