ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সয়াবিনের ডাবল সেঞ্চুরি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ মে ২০২৩ ১৯:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ মে ২০২৩ ১৯:৪৩

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোজ্যতেল উৎপাদক সমিতি এ সিদ্ধান্ত নেয়। এ দাম আজ থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হলে গুণতে হবে ১৯৯ টাকা। খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা ও পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৯০ টাকা। গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

 



আপনার মূল্যবান মতামত দিন: