ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আবার বাড়লো সোনার দাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০৩:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ০৩:১৫

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : দেশের বাঁজারে আবারো বাড়লো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১,২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮,৪৪৪ টাকা। রবিবার (১৬ এপ্রিল) থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১,২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮,৪৪৪ টাকা, যা এতদিন ছিল ৯৭,১৬১ টাকা।

এতে আরো বলা হয়, স্থানীয় মার্কেটে পাকা সোনার মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থকবে।

এর আগে, গত ১০ এপ্রিল সোনার দাম কমানো হয়। তার পাঁচদিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেল। ঐদিন দেশের বাজারে সোনার দাম ভরিতে ১,৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭,১৬১ টাকা। যা এতদিন ছিল ৯৯,১৪৪ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: