ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সয়াবিনের দর নিম্নমুখী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ২৩:৪৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ২৩:৪৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য সমাপ্ত মাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম ২ শতাংশ কমেছে। মাসিক ভিত্তিতে গত ৫ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দর শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৫ দশমিক ০২ ডলারে।

তবে সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে সার্বিকভাবে ভোজ্যতেল উৎপাদন পণ্যটির দরপতন ঘটেছে। এ নিয়ে গত ৫ মাসের মধ্যে প্রথম কোনো মাসে যার দাম কমলো।

ব্রাজিলে এবার রেকর্ড সয়াবিন উৎপন্ন হয়েছে। ইতোমধ্যে তা আন্তর্জাতিক বাজারে ঢুকতে শুরু করেছে। ফলে তেলবীজটির দামও নিম্নমুখী ধারায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: