ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

স্বর্ণের দাম বেড়েছে, আজ থেকে কার্যকর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:০৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২,৩৩৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২,৪৬৪ টাকা। যা এতদিন ছিল ৮০,১৩২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণে) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

আজ রবিবার (১৩ নভেম্বর) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে, গত ২৫ অক্টোবর এবং ২৭, ১৯ ও ১৫ সেপ্টেম্বর চার দফা স্বর্ণের দাম কমানো হয়। অবশ্য তার আগে ১১ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১,২৮৩ টাকা বাড়ানো হয়। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৮৪,৫৬৪ টাকা। দেশের বাজারে এখনও এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২১ ক্যারেটের স্বর্ণে ভরিতে বাড়ানো হয়েছে ২,২১৬ টাকা; এখন বিক্রি হবে ৭৮,৭৩২ টাকা। ১৮ ক্যারেটের দাম ১,৯২৪ টাকা বাড়িয়ে ৬৭,৪৭৬ টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ভরিতে এক, ১৬৭ টাকা বেড়ে বিক্রি হবে ৫৫,৫২১ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১,৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১,৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।



আপনার মূল্যবান মতামত দিন: