ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চিনি ও পাম তেলের নতুন দাম নির্ধারণ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : পাম সুপার খোলা তেল ও চিনির দাম দাম কমিয়ে নির্ধারণ করে দিয়েছে সরকার।

নতুন মূল্য অনুযায়ী, পাম সুপার খোলা তেল কেজিতে ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা, খোলা চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ দাম ঘোষণা করে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।

প্রসঙ্গত, এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল। বর্তমানে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩ টাকা। এই তেলের মিলগেটের দাম ১২৮ টাকা ও পরিবেশক মূল্য ১৩০ টাকা করা হয়েছে। অন্যদিকে চিনির দাম সবশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

খোলা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: