ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরাজগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা

আল আমিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৩:৫৩

আল আমিন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৩:৫৩

ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

নিহত দুজনেরই নাম আল-আমিন।

তাদের মধ্যে একজন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ঠান্ডুর ছেলে। অপরজন একই গ্রামের ফরহাদ খানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ইছামতি গ্রামের হায়দার গ্রুপ ও বাচ্চু গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইছামতি গ্রামের আসাদ শেখের বাড়ির সামনে হায়দার গ্রুপের লোকজন বাচ্চু গ্রুপের সমর্থক দুই আল-আমিনকে কুপিয়ে পালিয়ে যান।

এতে ঘটনাস্থলেই ঠান্ডুর ছেলে আল-আমিন (৩২) মারা যান। আর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ভোরে ফরহাদ খানের ছেলে আল-আমিন (৩৫) মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাত থেকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  



আপনার মূল্যবান মতামত দিন: