ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানী থেকে ৫৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ২০:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ২০:৪৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১১ এপ্রিল) দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থ, চাঁদা উত্তোলনের রশিদ বই, বিপুল পরিমাণ মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: