ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি, ১১ কোটি টাকা লুট

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ মার্চ ২০২৩ ০৪:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ মার্চ ২০২৩ ০৪:০৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশের ভাষ্যমতে, গাড়িটি বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে যাচ্ছিল। এতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।

ওসি বলেন, পথে তা লুট করে সশস্ত্র একটি চক্র। ইতোমধ্যে এ নিয়ে অভিযোগ পেয়েছি আমরা। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছি।



আপনার মূল্যবান মতামত দিন: