ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চরশেরপুরের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৪:২৫

আল আমিন
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৪:২৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার মৃগি নদীর পাশের একটি ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম আব্দুল কুদ্দুছ (৫৪)। আব্দুল কুদ্দুছ শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা ঘটনাস্থলের ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে সিআইডি ও পিবিআইয়ের টিম লাশের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের আশেপাশে বিশের বোতল পাওয়া গেছে।ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: