ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাটোর-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

রবিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়ন ফরম তুললেও তারা জমা দেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বিজয়ী ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল এবং ভোট গ্রহণের দিন ছিল ১১ অক্টোবর। গত ৩০ আগষ্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।



আপনার মূল্যবান মতামত দিন: