ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিলেটে ভূমিকম্প অনুভূত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৯ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের সোনাই থেকে ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৮ আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন কম্পনের মাত্রা ছিল চার দশমিক ৬।

এর আগে গত ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যার ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে, যা সিলেট শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে।



আপনার মূল্যবান মতামত দিন: