ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩ ২৩:১৭

আল আমিন
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩ ২৩:১৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।   আবু সাঈদ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্বজনরা জানান, কয়েকদিন আগে মা শিল্পী বেগম আবু সাঈদকে নিয়ে উজান বোচাগাড়ি গ্রামে বাবা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন।

বৃহস্পতিবার সকালে শিশুকে বাড়ির উঠানে রেখে  রান্নায় ব্যস্ত ছিলেন শিল্পী। এ সময় সবার অজান্তে খেলতে খেলতে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাঈদ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশ বার্তা / এএএ



আপনার মূল্যবান মতামত দিন: