ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাবির একুশে হলের পাশে মিলল ২ নবজাতকের লাশ

আল আমিন | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ১৯:৪৬

আল আমিন
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ১৯:৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলসংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের ফুটপাত থেকে দুই ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার এসআই হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেটসংলগ্ন রাস্তা থেকে লাশ দুটি উদ্ধার করি।

তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল লাশ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলেসন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, কারা নবজাতক দুটিকে ফেলে রেখে গেছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে। নবজাতক দুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: